Search This Blog
sad.Broken
Posts
Featured
Latest Posts
ফোনে ৩০০ মিনিট ছিলো আর কাল মেয়াদ শেষ হয়ে যাবে কি করবো কার সাথে এত কথা বলবো বুঝতে পারছিলাম না। বন্ধুদের সাথে বসে ইচ্ছে মতো নাম্বার পাতিয়ে ফোন দিচ্ছিলাম। এভাবে ২০,২৫ টা নাম্বারে ফোন দেওয়ার পর একটা মেয়ে ফোন ধরলো বাসা ঢাকা গাবতলি। ও ফোন ধরার সাথে সাথে বললাম, "রাইসা কেমন আছো..! ও বললো আমি মাইশা রাইসা না। আমিও তো মাইশা বললাম তুমি ভুল শুনছো..! এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সুন্দর একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরি হলো আমাদের। তিন মাস পর আমি দেখা করতে গেছিলাম তার সাথে। আমার কল্পনার চেয়ে সুন্দরী মেয়েটা। দেখা করলে ভালোবাসা বাড়ে এটা বুঝেছিলাম ওর সাথে দেখা করে বাসায় আসার পরে। আমি বেকার এদিকে কোটিপতি বাবার একমাত্র মেয়ে সে। মাইশা যখন আমার কথা তার বাবাকে বলে তিনি রাজি হন নি। ওর বাবা অনেক বকাঝকা করে ওকে কিন্ত মাইশার একটাই কথা আমার ওরেই লাগবে। আমার থেকে আলাদা করার জন্য ওর বাবা অন্য জায়গাই ছেলে দেখছে শুনে ও ঘুমের বড়ি খাইছিলো ব্যাস ওর বাবা পরের দিনই সোজা আমার বাসায় এসে আমাকে আর আমার আব্বুকে তুলে নিয়ে যায় তাদের বাসায়। ঐ দিনই বিয়ে দেয় আমাদের। কখনো ভাবিনি মজার ছলে রং নাম্বারে ফোন দেওয়া মেয়েটা আমার বউ হবে।🖤 তারপর হটাৎ করে ঘুম ভে/ঙে যায় হাতে নিয়ে দেখি রাত ৩টা বাজে হলো না রে হলোনা আমার আর বিয়ে করা হলোনা সমাপ্ত বিয়ে অণুগল্প লেখক : Dh Ome গল্প লেখকের আইডি Dh Ome , যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান,,তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন অথবা আমার আউডি ফলো করতে পারেন । আমি কথা দিলাম আমার গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে❤️গল্পটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে
- Get link
- X
- Other Apps